বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় ঠিকাদার ব্যবসায়ী ও খান ব্রিকস এর মালিক খান কামরুজ্জামান কোমরকে গুলি করে হত্যা প্রচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে কোমরের চাচা আক্কাছ খান বাদী হয়ে বিএনপি ও যুবদল নেতাসহ পাঁচজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামী ইদ্রিস জমাদ্দারকে গ্রেফতার করেছে।
মামলায় আসামিরা হলেন লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জি এম মাহমুদুল হাসান ওরফে মিল্টন জমাদ্দার , রাজাপুর গ্রামের বাসিন্দা জেলা বিএনপির নির্বাহী সদস্য হাবিবুর রহমান ওরফে মিন্টু, মিল্টন জমাদ্দারের বাবা লাহুড়িয়া বণিক সমিতির সভাপতি ইদ্রিস জমাদ্দার এবং লাহুড়িয়া কচুবাড়িয়া গ্রামের হারুন শেখ ও লিটন শেখ ।
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির সামনে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। একটি গুলি তাঁর পিঠের ডান পাশে বিদ্ধ হয়। তিনি বর্তমানে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কোমরের স্ত্রী সালমা বেগম জানান, চিকিৎসকেরা জানিয়েছেন গুলিটি ফুসফুসের পাশে অবস্থান করছে। আপাতত এটি বের করা যাবে না। উন্নত চিকিৎসার জন্য তাকে সিংগাপুর নিতে হবে। ব্যবসায়িক দ্বেদ্বর জের ধরে তাকে গুলি করা হয়েছে বলে তার ধারনা। লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামিদের মধ্যে ইদ্রিস জমাদ্দারকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পালতক রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।