Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অকেজো সেন্সর, লিফট-চাপায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ৬:১০ পিএম

রাজধানীর শান্তিনগর এলাকায় একটি ভবনের ত্রুটিপূর্ণ লিফটের দুই দরজার মধ্যে চাপ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শান্তিনগরের গ্রীণ পিস নামের অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন।

নিহত আলবিরা রহমান (৯) ওই অ্যাপার্টমেন্টের ১৫ তলার বাসিন্দা শিপলুর রহমানের মেয়ে। শিপলু ‘আলী বাবা ডোর কোম্পানির’ মালিকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শিপলু তার স্ত্রী উম্মে সালমা রহমার ও মেয়ে উম্মে আলবিরা রহমানকে নিয়ে নিচ থেকে ১৫ তলায় উঠছিলেন। ১৫ তলায় উঠে শিপলু ও তার স্ত্রী লিফট থেকে নামলেও আলবিরা নামতে একটু দেরি করে এবং নামার সময় লিফটের দুই দরজা তাকে চাপ দেয়। ওই সময় সেন্সর কাজ করছিল না এবং উপরে কল ছিল বলে শিশুটিকে নিয়ে লিফট একটু উপরে উঠে গেলে শিশুটির মাথায়ও ছাড়ের সঙ্গে বাড়ি খায়। পরে দ্রুত আলবিরাকে নিয়ে স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

লিফট ত্রুটিপূর্ণ জেনেও ভবন পরিচালনা পর্ষদ কোনো ব্যবস্থা নেয়নি বলে ওই ভবনের ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ।

এটাকে ‘দুর্ঘটনা’ আখ্যা দিয়ে ভবন পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ আলমগীর মিয়া দাবি করেন, লিফটের বয়স হয়েছে ৭-৮ বছর হয়ে গেছে। লিফটের সার্ভিসিং ঠিক ছিল লিফটম্যানও ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ