Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুন্ডি বাজারে তামিম প্রাইভেট হসপিটালে ভুল অপারেশনে মুনিয়ারা খাতুন (১৮) নামে এক প্রসুতির মৃত্যু হয়েছে। বুধবার রাত প্রায় সাড়ে ৮টায় ওই প্রসুতির মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী মুনিয়ারা খাতুন প্রসব ব্যাথা নিয়ে বুধবার দুপুরে মহিষকুন্ডি বাজারে তামিম প্রাইভেট হসপিটালে ভর্তি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তামিম প্রাইভেট হসপিটালের মালিক তরিকুল ইসলাম নিজেই সিজার অপারেশ করলে প্রসুতির প্রচন্ড রক্তক্ষরণ হয়। ভুল অপারেশনে প্রসুতির অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অবস্থার অবনতি হলে তাকে তামিম প্রাইভেট হসপিটাল থেকে রাজশাহী নেওয়ার পথে তারাগুনিয়া ক্লিনিকে নিয়ে চিকিৎসা দিতে গেলে মুনিয়ারা খাতুনের মৃত্যু হয়। মুনিয়ারা খাতুনের মৃত্যুর খবর শুনে মহিষকুন্ডি বাজারের লোকজন বিক্ষোভ প্রদর্শন করে তামিম প্রাইভেট হসপিটাল ভাংচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয় মহিষকুন্ডি ক্যাম্পের বিজিবি সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের চাচা রিয়াজ উদ্দিন বাদী হয়ে দৌলতপুর থানায় হসপিটালের মালিক তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ এরিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেপ্তার করতে পরেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ