Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে ফেন্সিডিলসহ যুবক আটক

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:১৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে খোকন মিয়া (৩০) নামে এক যুবককে মাদকসহ আটক করেছে পুলিশ। এ সময় অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রাম থেকে তাকে আট করা হয়। আটক খোকন ভানুয়াবহ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খোকন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। শুক্রবার রাতে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল বহনের সময় ভুক্তা অধিকার (সিআরবি) সদস্য মো. আসাদের নেতৃত্বে এলাকার লোকজন তাদের আটক করে। এ সময় অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ৯৫ বোতল ফেন্সিডিল ও একটি টিভিএস মোটরসাইকেলসহ খোকনকে ধরে ফেলেন তারা। পরে মির্জাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানা (উপপরিদর্শক) এসআই) মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পালিয়ে যাওয়া দুইজনকে আটক করার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ