মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত শতাধিক স্কুলছাত্রীকে মুক্তি পেয়েছে। গত বুধবার সকালে জঙ্গিরা কয়েকটি ট্রাকে করে ওই ছাত্রীদের উত্তর-পূর্বের দাপচি শহরে নামিয়ে দিয়ে চলে যায়। গত ১৯ ফেব্রুয়ারি দাপচি শহরের সরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ থেকে ১১০ ছাত্রীকে ধরে নিয়ে গিয়েছিল বোকো হারাম। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল অনেক ছাত্রীই পালিয়ে আসতে সক্ষম হয়েছে এবং কেউই অপহৃত হয়নি। এক সপ্তাহ পরে সরকার অপহরণের বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়। মুক্তিপ্রাপ্ত ছাত্রীরা জানিয়েছে, তাদের এক সহপাঠী এখনো জঙ্গিদের হাতে বন্দি রয়েছে এবং পাঁচজন মারা গেছে। কুনদিলি বুকার নামে এক অভিভাবক বিবিসিকে বলেছেন, ধারণা করা হচ্ছে বোকো হারামের জঙ্গিরাই গাড়িতে ছাত্রীদের নিয়ে এসেছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।