Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পেতে যাচ্ছে মাহির দুই সিনেমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মাহিয়া মাহি এখন সিনেমায় অনিয়মিত। তার সব মনোযোগ সংসারের দিকে। পাশাপাশি গাজীপুরে নিজের রেস্টুরেন্টে সময় দিচ্ছেন। তবে তার অভিনীত দুটি সিনেমা অচিরেই মুক্তি পেতে যাচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় তাকে দেখা যাবে। তার অভিনীত ‘আশীর্বাদ’ সিনেমাটি মুক্তি পাবে ১৯ আগস্ট। এতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। ইতোমধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। গত সোমবার প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। অন্যদিকে ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পাবে ৭ অক্টোবর। এতে মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। শিঘ্রই এর প্রচারণার কাজ শুরু হবে। এ দুটি সিনেমা মুক্তি পেলে সিনেমায় মাহির দীর্ঘ অনুপস্থিতি কিছুটা হলেও ঘুচবে। উল্লেখ্য, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে মাহির যাত্রা শুরু হয়। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। বিয়ে-সাদী এবং সংসার ভাঙা ইত্যাদি নানা সমস্যা তার চলচ্চিত্র ক্যারিয়ার ব্যাঘাত ঘটায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তি পেতে যাচ্ছে মাহির দুই সিনেমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ