প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা মুনমুন একসময় চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটিয়েছেন। একের পর এক তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে। তারপর থেকে হঠাৎ করেই চলচ্চিত্র থেকে দূরে সরে যান। যাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান করে তার সময় কাটে। তার সর্বশেষ অভিনীত ‘কুমারী মা’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। তবে আবারও চলচ্চিত্রে ফিরে এসেছেন। তার নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এবার পর্দায় ফিরছেন ভিন্নরূপে। খলনায়িকা হয়ে আসছেন। মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমায় তিনি এ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি আগামী মাসে মুক্তি পাবে। মুনমুন বলেন, রাগী সিনেমায় আমার সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। সিনেমার গল্পটাই এখানে প্রধান। খুব সুন্দর গল্প। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইল আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে, তেমনি কাঁদবে আবার রেগেও যাবে। এটা ‘হাওয়া’র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও নয়। এটা নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস। সিনেমাটির নায়ক-নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ, খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ। প্রযোজনা করেছেন জাকেরা খাতুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।