Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ নভেম্বর মুক্তি পাবে নদীর জলে শাপলা ভাসে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

তরুণ নির্মাতা মেহেদি হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ নভেম্বর। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা। পরিচালক মেহেদি হাসান বলেন, গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। বর্তমানে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এ সিনেমাটি নির্মাণ করেছি। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা খুব ভালো অভিনয় করেছেন। সিনেমাটিতে মাঝির চরিত্রে আনিসুর রহমান মিলন ও তারামন বানু চরিত্রে শিরিন শিলা অভিনয় করেছেন। তিনি জানান, সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি দর্শকদের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মশিউর রহমান। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুব্রত, রেবেকা রউফ, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু) ও শিশু শিল্পী মাইশাসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৯ নভেম্বর মুক্তি পাবে নদীর জলে শাপলা ভাসে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ