Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বস্তিতে অ্যালেক বল্ডউইন আর ‘রাস্ট’ টিম, হত্যার মামলা থেকে তাকে মুক্তি দিচ্ছে মৃতের পরিবার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অ্যালেক বল্ডউইনের হাত থেকে চলে যাওয়া বন্দুকের গুলিতে মৃত্যু হয় সিনেমাটোগ্রাফারের। তাঁর পরিবার বল্ডউইনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিল। আপাতত কিছুটা স্বস্তিতে অ্যালেক বল্ডউইন এবং ‘রাস্ট’ ছবির প্রযোজকরা। এক মর্মান্তিক ঘটনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল ছবির শুটিং। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা এবং প্রযোজকদের মধ্যে একজন অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল হত্যার। সেই অভিযোগ থেকে আপাতত মুক্তি পাচ্ছেন তিনি। এবং আবার শুরু হচ্ছে ছবির শুটিং। ঘটনাটি কী ঘটেছিল? গত বছর ‘রাস্ট’ ছবির শুটিং চলাকালীন অ্যালেক বল্ডউইনের হাতে থাকা একটি বন্দুক থেকে গুলি চলে যায়। ছবির কলাকুশলীরা তখন একটি চার্জের ভিতরে শুটিঙয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ে তাঁর হাত থেকে গুলি চলে। গুলি লাগে ছবির সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সের গায়ে। তিনি মারা যান। এর পরেই হ্যালিনার স্বামী এবং পরিবারের বাকিরা বল্ডউইনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁদের তরফে বলা হয়, বল্ডউইনই এই মৃত্যুর জন্য দায়ী। যদিও এর পরে বল্ডউইন বেশ কয়েক বার দাবি করেন, তিনি বন্দুকটির ট্রিগারে চাপ দেননি। কিন্তু পরে ময়নাতদন্তে জানা যায়, ট্রিগারে চাপ না দিলে ওই বন্দুক থেকে গুলি চলার কথা নয়। বল্ডউইন তখন বলেছিলেন, বন্দুকটি আসল বা বন্দুকে গুলি ছিল, সেটিও তিনি জানতেন না। যদিও সেই দাবিও প্রমাণ করা যায়নি। শুধু মাত্র এটি নিয়ে অনেকেই এক মত ছিলেন, গুলিটি তিনি অনিচ্ছাকৃতভাবেই চালান। সেটি যে হ্যালিনার গায়ে লাগতে পারে, সে বিষয়ে কোনও ধারণা তাঁর ছিল না। এবং তাঁকে হত্যা করার কোনও উদ্দেশ্যও পাওয়া যায়নি। কিন্তু হ্যালিনার পরিবার এই ঘটনায় বল্ডউইনকেই দায়ী করে। এবং এতে ছবির শুটিংও বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে বেশ চাপেই পড়েন অভিনেতা এবং প্রযোজক। কিন্তু সেই চাপ কাটতে চলেছে। জানা গিয়েছে, বল্ডউইন এবং ছবির অন্য প্রযোজকদের সঙ্গে কথাবার্তা বলেছেন হ্যালিনার পরিবারের সদস্যরা। তাঁরা অভিযোগ তুলে নিতে চাইছেন। সব ঠিকঠাক চললে আগামী জানুয়ারিতেই আবার শুরু হতে চলেছে এই ছবির শুটিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বস্তিতে অ্যালেক বল্ডউইন আর ‘রাস্ট’ টিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ