Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশের বাইরে মুক্তি পাচ্ছে পরাণ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। পঞ্চম সপ্তাহে এসেও দেশের প্রায় ৫০টি হলে চলছে সিনেমাটি। এবার দেশের বাইরে প্রবাসীদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তাদের এই আগ্রহের কারণে অস্ট্রেলিয়াতে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়ার হয়েটস ব্ল্যাকটাউন থিয়েটারে ১২ আগস্ট সিনেমাটির প্রিমিয়ার শো হবে। এ খবরে দেশটিতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আগ্রীম টিকেট বুকিংও শুরু হয়ে গেছে। ইতোমধ্যে প্রিমিয়ার শোসহ ১৭টি শোর আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় সিনেমাটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তানিম মান্নান জানান, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ‘পরাণ’-এর প্রিমিয়ার শো’র সব টিকিট বিক্রি হয়ে গেছে। গত ৩ আগস্ট আমাদের ওয়েবসাইটে খবরটি দিয়েছিলাম। ৫ আগস্টের মধ্যেই সব টিকিট শেষ। এর আগে ‘দেবী’ ও ‘আয়নাবাজি’ সিনেমার সময় এমন ঘটনা ঘটেছিল। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। যুক্তরাষ্ট্রে মুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত। এ ছাড়া মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, নিউজিল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তির কথাবার্তা চলছে। উল্লেখ্য, ‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশের বাইরে মুক্তি পাচ্ছে পরাণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ