প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের টেপরি রানী একজন বীরাঙ্গনা। ১৯৭১ সালে পাক বাহিনী ও রাজাকার দ্বারা অমানুষিক নির্যাতনের স্বীকার হয়েছেন তিনি। সেই টেপরি রানীকে নিয়ে ‘বিরাঙ্গনা’ শিরোনামে একটি গান গেয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক কন্ঠশিল্পী মিজান। গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজিব হোসাইন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈয়দ তানভীর আহমেদ। প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। মিজান বলেন, দেশ স্বাধীন করতে গিয়ে অনেক মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। সম্ভ্রম হারানো মা-বোনদের সর্বোচ্চ সম্মান দিয়ে ‘বীরাঙ্গনা’ উপাধি দেয়া হয়েছে । সেই বিরাঙ্গনাদের নিয়েই ‘বীরাঙ্গনা’দের নিয়ে গানের কথাগুলো শ্রোতাদের ভাবাবে। গানটির গীতিকার দেওয়ান লালল আহমেদ জানান, আমি হৃদয়ে ধারণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে। আমাদের নতুন প্রজন্ম এই বিষয়গুলোকে যাতে তাদের মনে, মননে ও মগজে ধারণ করে সেটি মাথায় রেখেই আমার এই প্রয়াস। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ১৯৭১ এর মার্চ থেকে ডিসেম্বর। এই ৯ মাসের রক্তক্ষয়ী আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে ‘বীরাঙ্গনা’ মা-বোনদের অবদান অনেক। আর আমরা যারা সংস্কৃতিকর্মী আছি, দেশ, মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা এদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। এই দায়বদ্ধতা থেকেই বীরাঙ্গনা গানটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এই গানটি একটু হলেও সকল দর্শক-শ্রোতা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সময়কার কথা ভাবাবে। আজ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট এবং জিপি মিউজিকে।
ছবিঃ মিজান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।