প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরী দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কানাডার মন্ট্রিয়ালে বসবাস করছেন। প্রবাসে থাকলেও তার গান থেমে নেই। সেখানেও বিভিন্ন অনুষ্ঠান গান করেন। তবে দেশে ফিরতেই মন চায় তার। কারণ, দেশের মাটিতে হাজার হাজার মানুষের সামনে গান গাওয়ার মধ্যে যে তৃপ্তি, তা পৃথিবীর আর কোথাও পান না। তপন চৌধুরী জানান, সর্বশেষ তিনি রূপতনু শর্মা’র সুর সঙ্গীতে ‘শেষ বিদায়’ শিরোনামের একটি গান গেয়েছেন। গানটির কথা লিখেছেন হুমায়ূন চৌধুরী। তিনি বলেন, রূপতনুর সুর সঙ্গীতে এবারই প্রথম কোন গান গেয়েছি। গানের কথা, গানের সুর আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করে। ভালো গান যে এখনো হয়, এই গানই তার প্রমান। যে গানের মধ্যে কাব্যময়তা, গীতিময়তা থাকেনা সেই গান কী করে গান হয় আমার জানা নেই। উল্লেখ্য, গত বছর মার্চ মাসে তপন চৌধুরী সর্বশেষ দেশে এসেছিলেন। আপাতত দেশে আসার কোন পরিকল্পনা নেই। তবে বিদেশে থাকলেও দেশেই তার মন পড়ে থাকে। উল্লেখ্য, ১৯৭৯ সালে বাংলাদেশে টেলিভিশনে ব্যান্ড দল ‘সোলস’-এর হয়ে তপন চৌধুরীর গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি প্রচার হবার পর শিল্পী হিসেবে রাতারাতি তারকায় পরিনত হন। নকীব খানের লেখা ও পিলু খানের সুরে গাওয়া এই গান জনপ্রিয়তা পায়ার পর ‘সোলস’ এর প্রথম অ্যালবাম ১৯৮১ সালে যখন বাজারে আসে গানটি তখন অ্যালবামে রাখা হয়। পরবর্তীতে এই অ্যালবামে তার গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘প্রতিশ্রুতি’তে ব্যবহারের পর এর জনপ্রিয়তা আরো বেড়ে যায়। তার গাওয়া প্রতিটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। চলচ্চিত্রের গানে তপন চৌধুরীর শুরুটা আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় কতো কাঁদলাম গানটি গাওয়ার মধ্যদিয়ে। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ গানটি। এতে তপন চৌধুরীর সহশিল্পী ছিলেন শাকিলা জাফর। তপন চৌধুরীল সর্বশেষ একক অ্যালবাম ‘ফিরে এলাম’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।