প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাবিনা ইয়াসমিনের শ্রোতাপ্রিয় গান ‘তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া’ নতুন করে গাইলেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী ও অভিনেত্রী রুবিনা আলমগীর। গানটির মিউজিক ভিডিওর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। রমনা পার্ক, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন লোকেশনে ভিডিওটি চিত্রায়িত হয়েছে। গানের মডেল হয়েছেন শিল্পী নিজে। সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় এই গানটি গাওয়া নিয়ে রুবিনা বলেন, সাবিনা ইয়াসমিন আমার আদর্শ। তার প্রতি ভালো লাগা আর ভালোবাসার কারণেই খুব ছোটবেলা থেকে আমার গানের ভুবনে পথচলা। সঙ্গীত একটি গুরুমুখী বিদ্যা ও সাধনার বিষয়। শৈশব থেকেই গানের সঙ্গে জড়িয়েছি এবং চর্চা করে যাচ্ছি। প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গান গাওয়ার শখ আমার অনেক দিনের। এই শখ থেকে গানটি গেয়েছি। আসন্ন দুর্গাপূজায় গানটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। রুবিনা জানান, এ গানটি ছাড়াও আমার গাওয়া আরও তিনটি গান মুক্তির অপেক্ষায় রয়েছে। এর আগে আমার লেখা এবং গাওয়া দুটি গানসহ ৪টি গান প্রকাশিত হয়। প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘রূপগঞ্জের রুবিনাসহ আরো একটি মিউজিক ভিডিও। রুবিনা জানান, গানের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। ইতোমধ্যে দুটি সিনেমায় অভিনয় করেনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।