প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একসময়ের ব্যস্ততম অভিনেত্রী ঈশিতা এখন অভিনয়কে এক প্রকার শখে পরিণত করেছেন। যখন মন চায় অভিনয় করেন। এজন্য মাঝে মাঝে তাকে বিশেষ দিনের কিছু নাটকে দেখা যায়। তবে মাঝে মাঝে অভিনয়ের পাশাপাশি গানও করেন। ২০১৯ সালে সর্বশেষ তার গাওয়া ‘আমার অভিমান’ গানটি প্রকাশিত হয়। গানটির লেখা ও সুর করেছিলেন লুৎফর হাসান। গানটি এখন পর্যন্ত ইউটিউবে ১৫ লাখেরও বেশি ভিউ হয়েছে। নতুন আরেকটি গান প্রকাশ করতে যাচ্ছেন। এ ব্যাপারে ঈশিতা একটু রাখঢাক করেই কথা বলেছেন। তিনি বলেন, নতুন গানের কথা ও সুর আমার কাছে ভালো লেগেছে। তাই গানটি করেছি। আপাতত বিস্তারিত কিছু বলতে চািচ্ছনা। আমি চাই আগে কাজটি ভালোভাবে শেষ হোক। গানটি রেকর্ড শেষে একটি মিউজিক ভিডিও নির্মাণ করবো। এরপর গানটি প্রকাশ করবো।’ ঈশিতা জানান, এবার আর কোন প্রযোজনা সংস্থার ব্যানারে নয়, তিনি নিজের চ্যানেল থেকেই তার নতুন একক গানটি প্রকাশ করতে চাচ্ছেন। উল্লেখ্য, ঈশিতা সর্বশেষ আশফাক নিপুণের ‘ইতি মা’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘নট আউট’ নাটকে অভিনয় করেছিলেন। এরপর তাকে আর নাটকে দেখা যাযনি। বহু বছর আগে ঈশিতা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘বিহঙ্গ’ নামে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। ঈশিতা বেশ কয়েকটি নাটকও পরিচালনা করেছেন। আগামীতে পরিচালনা করবেন কিনা তার নিশ্চয়তা নেই। তবে অভিনয়ে দেখা যাবে এটা জানিয়েছেন তিনি। সেই সাথে নতুন কিছু গানও করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।