প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাইম শিল্পী ও অভিনেতা নিথর মাহবুব একসময় গান গাইলেও পরবর্তীতে মাইম শিল্পী ও অভিনয়ের প্রতি বেশি মনোযোগী হয়ে উঠেন। তবে গান তার ভেতর রয়ে যায়। তার এই ভেতরের গানই সম্প্রতি প্রকাশিত হয়েছে। নিজের লেখা ও সুর করা প্রথমবারের মতো একটি গান প্রকাশ করেন। গানটির নাম ‘আগন্তুক’। জীবনমুখী এই গানটি গেয়েই তিনি এখন বেশ আলোচনায়। গান এবং এর চিত্রায়ন শ্রোতা-দর্শককের মনে দোলা দিয়ে যাচ্ছে। অনেক দর্শক নস্টালজিক হয়ে উঠছেন। বেকারজীবনের কি কষ্ট ও যন্ত্রণা তা অত্যন্ত মানবিকভাবে গানটির কথা ও ভিডিওচিত্রে তুলে ধরা হয়েছে। এ সময়ের চটুল কথার প্রেমের গানের ভিড়ে নিথরের গাওয়া ‘আগন্তুক’ গানটি স্বতন্ত্র অবস্থান সৃষ্টি করে শ্রোতাদের ভিন্ন আমেজ দিয়ে যাচ্ছে। নিথর মাহবুব বলেন, ‘আমি গান করে এতটা সাড়া পাব, তা কল্পনাও করতে পারিনি। গানটি আমার চ্যানেলে প্রকাশ করার পর থেকে বেশ সাড়া পাচ্ছি। অনেকে বলেছেন বড় কোন প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশ করলে রাতারাতি ভাইরাল হয়ে যেত। ভাইরাল হওয়ার প্রতি কোন আগ্রহ নেই। আমি মনে করি, যেসব জিনিস ভাইরাল হয়, সেগুলোর বেশির ভাগই মানহীন। আমি চাই, আমার গান শুনে সমঝদার মানুষ মুগ্ধ হোক, তার অন্তর গানটাকে গ্রহণ করুক। আমি বিশ্বাস করি ‘আগন্তুক’ একবার যে শুনবে তার ভাল লাগবে। নিথর মাহবুব জানান, ছাত্রজীবনে তিনি নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি থেকে চার বছরের রবীন্দ্র সঙ্গীতের কোর্স করেছেন। এছাড়া তিনি ওস্তাদ প্রমথ বাবুর কাছে রবীন্দ্র সঙ্গীতে তালিম নিয়েছেন। সঙ্গীতে তার আরেক গুরু কেশব ঘোষ। তার কাছে শিখেছেন উচ্চাঙ্গ সঙ্গীত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।