Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোক স্টুডিও বাংলায় গান গাওয়ার সুযোগ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

এ বছরের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। এর প্রথম সিজনের প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার শুরু হতে যাচ্ছে, কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। তবে এবার কোক স্টুডিও বাংলা ঘোষণা দিয়েছে, যে কেউই নিজের লেখা বা সঙ্গীতায়োজন করা গান দিয়ে সিজন ২-তে অংশ নিতে পারবেন। শুধু তাই নয়, কেউ যদি ভালো গাইতে বা কোনো ইন্সট্রুমেন্ট ভালো বাজাতে পারেন, তাহলে সেটা শেয়ার করেও অংশ হতে পারবেন। কোক স্টুডিও বাংলা এক্সপ্লোর-এর লিংকে ইচ্ছুকরা কথা, গান বা বাজানো ইন্সট্রুমেন্ট পাঠাতে পারবেন। কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষের সেগুলো পছন্দ হলে শিগগিরই তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোক স্টুডিও বাংলায় গান গাওয়ার সুযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ