Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এম আই মিঠু ও পারশা’র গান ডুব সাঁতার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সঙ্গীতশিল্পী এম আই মিঠু ও পারশা’র দ্বৈতকণ্ঠে গাওয়া গান ‘ডুব সাঁতার’ আজ প্রকাশ করা হবে। সফট রোমান্টিক ধাঁচের গানটি লিখেছেন লালন লোহানি। সুর করেছেন নাজির মাহমুদ এবং সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি প্রকাশ করছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা মিউজিক থেকে। গানটির ভিডিওতে শিল্পী এম আই মিঠুর সাথে সহশিল্পীর ভুমিকায় অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোলন দে। প্রায় দুই দশক ধরে নিয়মিত গান করছেন সঙ্গীতশিল্পী এম আই মিঠু। তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্ন আকাশ’। দ্বিতীয় একক ‘স্বপ্নের সাইকেল’। এছাড়া নাটক, নাটিকা, টেলিফিল্ম, জিঙ্গেল ও বিজ্ঞাপনসহ প্রায় ২৫০টি মৌলিক গানে কন্ঠ দিয়েছেন। গানের পাশাপাশি তিনি একজন চিত্রশিল্পীও। করোনাকালে দুইশ’র বেশি পেইন্টিং করেছেন। সম্পূর্ণ করেছেন ২০টি ভাস্কর্যের কাজ। তার আঁকা ছবি ও ভাস্কর্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গ্যালারীতে প্রদর্শিত এবং সংগৃহীত হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদুত কার্যালয়ে। দেশ-বিদেশে এ পর্যন্ত তার ৯টি একক ও ৫৯ প্রতিযোগিতা মুলক গ্রুপ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। এছাড়া মিঠু তার প্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি নিয়ে অসহায় সুবিধা বঞ্চিতদের নিয়ে প্রায় ১৬ বছর ধরে কাজ করছেন।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এম আই মিঠু ও পারশা’র গান ডুব সাঁতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ