Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার গান গাইলেন চাঁদনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী চাঁদনীর বাকি ছিল গান গাওয়া। এবার সে কাজটিও করে ফেলেছেন তিনি। প্রথমবারের মতো গান গেয়েছেন। তার গানের শিরোনাম ‘জানি না’। লিখেছেন তার মা ফাতেমা বেগম। সুর করছেন ফারহান লাবিব আহমেদ। ইতোমধ্যে গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন টুকু খন্দকার। এতে চাঁদনী নিজেই মডেল হয়েছেন। শিগ্রই গানটি প্রকাশ করা হবে। চাঁদনী জানান, অনেক দিন আগে একটি টেলিফিল্মের জন্য তার মা গানটি লিখেছিলেন। টেলিফিল্মটি তৈরি না হওয়ায় নিজেই গানটিতে কণ্ঠ দেওয়ার সিদ্ধান্ত নিই। তিনি বলেন, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, একান্ত ভালো লাগা থেকেই গানটি গাওয়া। এদিকে চাঁদনী বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অভিনয়ে আবারও নিয়মিত হয়েছেন। নিয়াজ চন্দ্রদীপ পরিচালিত ‘অসমাপ্ত চা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মাধ্যমে তিনি দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার গান গাইলেন চাঁদনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ