Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোর হ্যাটট্রিকের ফিফটি

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বড় অসময়ে চেনা ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ ১১ ম্যাচেই করলেন ২১ গোল! পরশু ঘরের মাঠে লা লিগায় জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৬-৩ গোলের জয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক। এখানেই থামেননি পর্তুগিজ গোলমেশিন। পরে করেছেন আরো একটি।
কিন্তু বার্নব্যু ভক্তদের জন্যে পরিতাপের বিষয় হলো মৌসুম জুড়ে এই ছন্দ অব্যহত না থাকা। যার খেসারত হিসেবে লা লিগার শিরোপা দৌড়ে দৃষ্টি সীমার অনেক পিছনে রিয়াল। কোপা দেল রে থেকেও নিতে হয়েছে বিদায়। অথচ দেখুন তারই প্রতিদ্ব›দ্বী লিওনেল মেসি ধীরালয়ে কি দারুনভাবে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। লা লিগায় রোনালদোদের আগের ম্যাচেই অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা করেছেন একটি গোল, অন্যটি করিয়েছেন পাকো আলকাসেরকে দিয়ে। ম্যাচ শেষে আলকাসেরের প্রশংসা বাণী, ‘সে ম্যাচে গোলের পর গোল করছে, যা দলকে বর্তমান অবস্থানে তুলেছে।’ স্প্যানিশ ফরোয়ার্ড বলেন, ‘নিঃসন্দেহে সে বিশ্বসেরা। এবং তা সে প্রতি ম্যাচেই প্রমাণ করে চলেছে।’
ন্যু ক্যাম্পে বিলবাওয়ের রক্ষণকে এদিন মেসিরা টতস্থ করে রাখে। অনেকগুলো গোলের সুযোগ নষ্ট না হলে ব্যবধান আরো বাড়ত। পাওলিনহোকেই দুইবার গোলবঞ্চিত করে ক্রসবার। এ নিয়ে টানা ৩২ ম্যাচ লিগে অপরাজিত থাকল বার্সা। যা তাদের বসিয়েছে ১৯৭৯-৮০ মৌসুমে গড়া রিয়াল সোসিয়াদাদের রেকর্ডের পাশে।
তবে কাতালান ভক্তদের জন্য এদিন তার চেয়েরও বড় সুখবর দিয়েছে ভিয়ারিয়াল। ঘরের মাঠে তারা অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে। ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সার সঙ্গে অ্যাটলেটিকোর ব্যবধান এখন ১১ পয়েন্টের। তারও চার পয়েন্ট পিছনে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। মৌসুমের আর নয় ম্যাচ বাকি। পরিষ্কার চিরপ্রতিদ্ব›দ্বীর চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে বার্সা।
তবে জিদানও হাল ছাড়তে নারাজ। যে কারণে মৌসুমের বাকি ম্যাচে তারা হারতে চায় না। জিরোনার বিপক্ষে তার দলের এদিনের খেলার ধরণ ছিল এমনি। অধিনায়ক সার্জিও রামোসকে বিশ্রামে ও লুকা মড্রিচ, গ্যারেথ বেল কাসিমিরোদের একাদশের বাইরে রেখেও তাই গোলের বণ্যা বইয়ে জিতেছে লস বø্যাঙ্কোসরা। রোনালদো ছাড়াও এদিন গোলের দেখা পান বদলি হিসেবে নামা বেল ও লুকাস ভাজকেজ।
ছয় গোল হজম করলেও তিন গোল ফিরিয়ে দিয়ে স্পেনের শীর্ষ লিগে প্রথমবারের মত সুযোগ পেয়ে নিজেদের ভালোমতই প্রমান করে জিরোনাও। পয়েন্ট তালিকাতেও তারা রয়েছে সপ্তম স্থানে। এখানে থেকে লিগ শেষ করতে পারলে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে তারা।
তবে রাতটা ছিল কেবলই রোনালদোর। মৌসুমের মাঝপথেও গোল সংখ্যায় মেসির চেয়ে অনেক পিছিয়ে ছিলেন। এখন লিগে মেসির করা সর্বোচ্চ ২৫ গোল তার নিঃশ্বাস দূরত্বে। মাত্র তিন গোল পিছিয়ে। টপকে গেছেন ২১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লুইস সুয়ারেজকে। তবে মৌমুমের গোল সংখ্যায় মেসিকে টপকে রোনালদো গোল এখন ৩৭টি। মেসির চেয়ে যা দুই গোল বেশি।
রোনালদোর পঞ্চাশতম হ্যাটট্রিকের পর নিশ্চয় মেসির পরিসংখ্যানটাও চানতে ইচ্ছে করছে। তাহলে জেনে নিন, মেসির এই সংখ্যা ৪৪টি। এর মধ্যে ৫টি আর্জেন্টিনার হয়ে, বাকি ৩৯টি বার্সেলোনার জার্সিতে। আর রোনালদোর ৫০ হ্যাটট্রিকের ৪৪চি রিয়াল মাদ্রিদের হয়ে। বাকি ছয়টির মধ্যে পাঁচটি পর্তুগাল ও একটি সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদো

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ