Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনের হনুমান লোকালয়ে

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : তাড়াশে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি বিরল প্রজাতির হনুমান। পরিবেশ বিপর্যয় ও খাদ্য সঙ্কটের কারণে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারনা করছেন অনেকে। উপজেলার সগুনা ইউনিয়নের প্রত্যন্ত ধামাইজ এলাকার বিভিন্ন গ্রামে ঘুরছে হনুমানটি। কখনো গাছের ডালে আবার কখনো বসতঘরের চালে দেখা মিলছে প্রাণীটির।
সরেজমিনে দেখা গেছে, হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়। আদর করে নানা জাতের দেশীয় ফল খেতে দিচ্ছেন অনেকে। কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছেন। আবার কেউবা কারণে-অকারণে প্রণীটি লক্ষ্য করে ঢিল ছুড়ছেন।
তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন বস জানিয়েছেন, সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে হনুমানটি অক্ষত অবস্থায় উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোকালয়

৮ ফেব্রুয়ারি, ২০২২
১৬ মার্চ, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ