Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোকালয়বিচ্ছিন্ন পাণ্ডববর্জিত এক খণ্ড ভূমি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

ছবির মতো সেই দ্বীপে ছবির মতোই একটি সুন্দর বাড়ি। দেড় একরের মতো জমিতে ৫৪০ বর্গ ফুট আয়তনের একটি বাড়ি। কটেজ বলাই ভালো এটিকে। অতিরিক্ত বলতে আছে শুধু একটি আউটহাউস, একটু দূরে। আর সঙ্গী? শুধু পানি, বাতাস আর আকাশ। একসময়ে দ্বীপান্তরের শাস্তি দেওয়া হত মানুষকে। রাষ্ট্রের সেই শাস্তির অর্থ, স্বভাবতই সমাজবদ্ধ জীব মানুষকে সমাজ ও মানুষের সাহচর্য থেকে বিচ্ছিন্ন করে নিঃসঙ্গ অবস্থায় দিন কাটাতে বাধ্য করে তাকে মানসিক যন্ত্রণায় বিদ্ধ করা। তবে কখনও কখনও দ্বীপান্তর অন্যরকম একটা বার্তা নিয়েও আসে। যেমন এসেছে ওহোয়া বে’র অ্যাডিসন। চারিদেক সুনীল জলরাশি, অবারিত আকাশ। তার মাঝে একটি দ্বীপ, লোকালয়বিচ্ছিন্ন পাণ্ডববর্জিত এক খণ্ড ভূমি। আর একটি জিনিস আছে বটে। সেটি হল সিল। দ্বীপটিতে গাছপালা একদম নেই। ফলে একটু অন্যরকম সৌন্দর্য তার। আর ‘ভিউ’ও খুব নির্বাধ, পরিষ্কার, বহু দূর বিস্তৃত। ২০০৯ সালে বাড়িটি এখানে তৈরি করা হয়েছিল। এটিই এখন ‘বিশ্বের সব চেয়ে নির্জন ঘরে’র তকমা পেয়েছে-- ওয়ার্ল্ডস লোনলিয়েস্ট হোম। এখানে বসে যে কেউ অবারিত সমুদ্রের সঙ্গে দেখতে পারেন সিল মাছের সমারোহ। আপনিও এই স্বাদ পেতে পারেন! যদি অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে হয়, যদি নির্জনবাসের মাধুর্য আপনাকে মুগ্ধ করে তবে কিনে নিতে পারেন ছবির দ্বীপে ছবির মতো ঘরটি। দাম? মাত্র ৩,৩৯,০০০ ডলার! জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোকালয়বিচ্ছিন্ন পাণ্ডববর্জিত এক খণ্ড ভূমি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ