বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারায় গতকাল বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে মানুষের মাঝে আতঙ্ক ছড়াল খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা একটি বুনো হাতি। হাতিটি বাঁশখালীর পাহাড় থেকে ভোররাতে খাবারের সন্ধানে এলেও সকাল হওয়ার পর লোকজনের নজরে পড়ে। দলছুট হাতিটি দিশেহারা হয়ে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার বারশত, বটতলী ও বরুমচড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে খেত-ফসল নষ্ট করে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। হাতির হামলায় একব্যক্তি আহতের ঘটনাও ঘটে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ জানান, বুনো হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে এসে দলছুট হয়। হাতিটি গুন্ধিপ, গোবাদিয়া,বনিকপাড়া ও বারশত এলাকায় ঘুরাঘুরি করে খেতের ফসল নষ্ট করে। এ সময় ১ ব্যক্তি হাতির হামলায় আহত হয়।
রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম জানান, লোকালয়ে আসা হাতিকে আবাসে ফেরাতে বনবিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)এর সাথে পুলিশ সদস্যরাও নিয়োজিত ছিল। দুপুর ১২ টার দিকে সবার সহযোগিতায় ও চেষ্টায় হাতিটিকে বাঁশখালী বনাঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।