মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতে চলছে তীব্র খরা, সেই সাথে পানির ভয়াবহ সংকট। আর এতে শুধু যে মানুষই দুর্ভোগের শিকার হচ্ছে তা নয়, এর প্রভাব পড়ছে পশুপাখির ওপরও। পানির অভাব যেমন প্রকট আকার ধারণ করছে তেমনি পশুপাখিদের আহার যোগাড়েও সৃষ্টি হয়েছে সংকট। এমনই একটি ঘটনা ঘটেছে দেশটির উত্তর-প্রদেশের খরা কবলিত ফিরোজাবাদ জেলার দারপুর গ্রামে। অকল্পনীয়ভাবে হঠাৎ দেখা গেল একটি কুমির নদী ছেড়ে লোকালয়ে চলে আসছে। পানির কুমির ডাঙ্গায় দেখে আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। খোলা রাস্তায় যেখানে গ্রামের মানুষ চলাচল করে বা শিশু-কিশোররা খেলাধুলা করে, সেখানে একটি পূর্ণবয়স্ক কুমির ঘোরাফেরা করতে থাকায় ভয় পেয়ে যায় স্থানীয়রা। তবে গ্রামবাসী কুমিরটিকে একটি বিদ্যুৎ খুঁটির সঙ্গে বেঁধে রাখতে সক্ষম হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট স্থানীয় বনবিভাগকে খবর দেয়া হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। স্থানীয়রা জানিয়েছে, গ্রাম সংলগ্ন সমস্ত নদী-নালা শুকিয়ে গেছে। ফলে খাদ্যের অভাবে কুমিররা নদী থেকে উঠে পার্শ্ববর্তী গ্রামে ঢুকে পড়ছে খাবারের খোঁজে। এর আগেও গ্রামে ঢুকে গৃহপালিত পশুদের আক্রমণ করেছে কুমির। তবে বন বিভাগে খবর দেয়া হলে তারা এসে কুমিরটিকে নিয়ে চলে যায়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।