পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
এবার পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের প্রতি জুতা নিক্ষেপ করা হয়েছে। গত মঙ্গলবার তিনি গুজরাটে যখন এক জনসভায় বক্তব্য রাখছিলেন তখন জনতার ভিত থেকে কেউ একজন তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে পিটিআইয়ের অন্য নেতা আলিম খানের বুকে । এতে বলা হয়, এর দু’দিন আগেও একই ঘটনা ঘটে। তখন ইমরান খান ফয়সালাবাদে একটি রাজনৈতিক র্যালিতে বক্তব্য দেয়ার জন্য গাড়ি থেকে নামেন।অনুষ্ঠানস্থলের দিকে যাত্রা করতেই তার দিকে জুতা ছুড়ে মারে একজন। ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তন্তর করা হয়। এরপর দ্বিতীয় ঘটনা হিসেবে ইমরান খানের ওপর ওই হামলা হয়। দ্বিতীয় ঘটনায় দেখা যায় ইমরান খান একটি মঞ্চে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে বক্তব্য রাখছেন। তার পিছনে দলীয় নেতাকর্মীরা। এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।