নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : শুধু তো একটা জয় নয়, তার চেয়েও যেন বেশি কিছু। টি-টোয়েন্টি ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করার জন্য তো বটেই, মুশফিকের ওই উদযাপনের কাছেও শ্রীলঙ্কার সাথে ৫ উইকেটের জয়টা হয়ে গেছে আলাদা। এমন এক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে টুইটারেও চলছে বাংলাদেশ বন্দনা। শুধু দেশের অঙ্গণেই নয়, শ্রীলঙ্কানরাও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ।
ম্যাচ শেষ হওয়ার পরেই টুইট করেছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তি বাংলাদেশের নামও নিতে ভোলেননি, ‘কঠিন ম্যাচ ছিল, শ্রীলঙ্কা হারলেও ইতিবাচক অনেক কিছু আছে। বাংলাদেশ খুব ভালো খেলেছে। টুর্নামেন্ট এখন জমে উঠেছে।’ অ্যাঞ্জেলো ম্যাথুসের কন্ঠেও অনেকটা একই সুর, ‘ভাগ্য আমাদের পক্ষে ছিল না, ছেলেদের জন্য খারাপ লাগছে। তবে বাংলাদেশ খুব ভালো খেলেছে, তা বলতেই হবে।’
হার্শা ভোগলে সবসময়ই বাংলাদেশের ক্রিকেটের নিবিষ্ট দর্শক। জেতার পর তিনি টুইট করেন, ‘বাংলাদেশের জন্য এটা দারুণ একটা জয়। ২১৫ তাড়া করে জেতা সবসময় স্পেশাল। টুর্নামেন্ট এখন উন্মুক্ত।’ সাবেক ভারত ক্রিকেটার মোহাম্মদ কাইফ বললেন, ‘অসাধারণ একটা রান তাড়া করা দেখলাম। খুবই ভালো খেলেছে। তিন দলই একটা করে ম্যাচ জিতেছে। এখন যে কেউই জিততে পারে।’ আরেক সাবেক হেমাং বাদানিও পঞ্চমুখ প্রশংসায়, ‘বাংলাদেশের জন্য কী শ্বাসরুদ্ধকর একটা জয়! আমার মনে হয় এটা ওদের আত্মবিশ্বাস বাড়াতে অনেক সাহায্য করবে।’
জয়ের পর টুইটারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিকরাও। অমন একটা ইনিংস খেলার পর মুশফিক শুধু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ মাহমুদউল্লাহ অবশ্য আরেকটু বিস্তারিত লিখেছেন, ‘এর চেয়ে ভালোভাবে ঠিক রাস্তায় ফেরা কঠিন। মুশফিকের দুর্দান্ত ফিনিশিং, আলাদা করে বলতে হবে তামিম ও লিটনের কথাও। এমন একটা বিশেষ মুহূর্তে সবাইকে ধন্যবাদ।’ মুস্তাফিজও প্রায় একই কথার প্রতিধ্বনি করেছেন। শুধু দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।