নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দলের সেরা তারকা নেইমারের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের ফুটবলের ফিরতি পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির কি ভাগ্য বরণ করতে হয়েছে তা হয়ত এতক্ষণে জেনে গেছেন। ম্যাচের ফল যাই হোক না কেন ইনজুরিগ্রস্থ নেইমারকে নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন বেশিই বাড়াবাড়ি করছে বলে মনে করছে পিএসজি ক্লাব কতৃপক্ষ।
তবে বিশ্বকাপের আগে নেইমারের ইনজুরিতে খুশি দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে। স্বদেশে অস্ত্রোপচার শেষে বর্তমানে নিজস্ব প্রাসাদে পুনর্বাসনে রয়েছেন নেইমার। তার এই বিশ্রামকে রাশিয়ার বিশ্বকাপের জন্য প্রস্তুতি বলে মনে করছেন পেলে, ‘নেইমার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। চোট পেলেও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবে সে। ক্লাব ফুটবল থেকে মনোনিবেশ সরিয়ে কখন ব্রাজিলের জন্য নিজেকে তৈরি করতে হবে, তা সে জানে। রাশিয়া বিশ্বকাপের জন্য নিজেকে সেভাবেই তৈরি করছে নেইমার। বিশ্বকাপের আগে ভালোভাবে বিশ্রাম নিয়ে সতেজ হয়ে মাঠে নামবে নেইমার।’
নেইমারের ক্লাব পিএসজির ধারণা উল্টো। ক্লাব কর্মকর্তাদের দাবি, ‘বিশ্বকাপের কথা ভেবে নেইমারের চোট যতটা, তার চেয়ে বেশি করে দেখাচ্ছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসকরা।’ ফরাসি গনমাধ্যমে সরাসরি অভিযোগ তুলে পিএসজির এক কর্মকর্তারা বলেন, ‘নেইমারের চোট বড় করে দেখাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক লাসমার। বিশ্বকাপে সতেজ ও ফিট নেইমারকে পেতেই সম্ভবত এভাবে অতিরিক্ত বিশ্রামে রাখা হয়েছে তাকে। পিএসজির চিকিৎসকরা নেইমারের ডান পায়ের পাতায় কনিষ্ঠার হাড়ে চিঁড় ধরার কথা জানিয়েছিল। কিন্তু ব্রাজিলের চিকিৎসকরা পরে জানায়, ডান পায়ের পাতায় মেটাটারসাল হাড় ভেঙেছে তার। ফলে অস্ত্রোপচারের কারনে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
এদিকে পিএসজি-রিয়াল ম্যাচের আগের রাতে রিয়াল খেলোয়াড়রা ঠিক যে হোটেলে উঠেছে তার আশেপাশে হট্টগোল সৃষ্টি করে পিএসজি সমর্থকরা। ড্রাম বাজিয়ে এবং আগুনের ফুলকি তৈরী করে হট্টগোলের মাধ্যমে রোনালদো-বেনজেমাদের ঘুমের বিঘœ ঘটায় উগ্র সমর্থকরা। ঘটনা ঘটে রাত দেড়টার দিকে। এরপর পুলিশ এসে তাদের সেখান থেকে বিড়াড়িত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।