রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) থেকে মোঃ আনিস উর রহমান স্বপন : টমেটো একটি শীতের দৃষ্টিনন্দন সুস্বাদু পুষ্টিসমৃদ্ধ সবজি। সবজি ও সালাত হিসেবে টমেটোর জুড়ি অনেক। এটি যেমন কাঁচা খাওয়া যায় ঠিক তেমনিভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা এই দ’ুঅবস্থাতে টমেটে খাওয়া যায়। বিভিন্ন রোগের প্রতিসেধক হিসেবে অর্থ্যাৎ শরীর সুস্থ-সবল রাখতে টমেটোর ভূমিকার কথা নতুন নয়। এতো গুণে সমৃদ্ধ টমেটো চাষ হচ্ছে ঢাকার জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সীতি এলাকায়। এলাকার অনেক কৃষকের চাষ করারমতো নিজস্ব জমি না থাকলেও অন্যের জমি ভাড়া/লীজ নিয়ে টমেটো চাষ করছে।
সরে জমিনে গিয়ে কথা হয় টমেটো চাষকারী সীতি গ্রামের কৃষক শাহজাহান মিয়ার (৫৮) সঙ্গে। তিনি ছোট বেলায় লেখাপড়া না করে বাবাকে কৃষি কাজে সহায়তা করতো। কোন প্রতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দীর্ঘদিন ধরে টমেটো চাষ করলেও এ বছর অন্যের ৪ বিষা জমি ভাড়া নিয়ে এ বছর টমেটো চাষ করেছে। টমেটোর ফলও ভাল হয়েছে। কিন্তু বীজ ক্রয়, বীজতলা তৈরী খেকে শুরু করে জমি চাষ , সার ও আগাছা পরিস্কার করতে তার প্রতিবিঘা জমিতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। প্রতিবিঘায় ফলন হয়েছে প্রায় সাড়ে ৩ থেকে ৪ মন। এতো খরচ হওয়া সত্তেও জমি থেকে টমেটো বিক্রি করেছে শুরুতে প্রতি কেজি ১০ টাকা বর্তমানে ৬ টাকা দরে । ধামরাই উপজেলা কৃষি অফিস ও মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তার কোন রকম পরামর্শ এমনকি সহায়তা ছাড়াই নিজের ইচ্ছে মতো ও বীজ ঢিলারের পরামর্শ অনুযায়ী জমিতে সার ও কীটনাষক প্রয়োগ করেছে। একই কথা জানালেন একই গ্রামের রহিমুদ্দিনের স্ত্রী আন্নেছা খাতুন। উৎপাদন খরচ একটু সাশ্রয় করার জন্য স্বামীর পাশাপাশি নিজেও শ্রম দিয়ে থাকে। নিজেরাও ২বিঘা জমি অন্যের কাছ থেকে লীজ নিয়ে টমেটো চাষ করেছে। ওইদিন মায়ের সাথে স্কুল পড়–য়া মেয়ে সাহিদা আক্তার ও এসেছে জমিতে পাকা টমেটো তুলতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।