Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিটে এশীয় দেশগুলো লাভবান হবে

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের সিদ্ধান্তে এশিয়ার বেশকিছু দেশ লাভবান হবে। ব্রেক্সিট দূরপ্রাচ্যের দেশ চীন, জাপান ও হংকংয়ের জন্য বেশ কয়েকটি খাতে নতুন নতুন সুযোগ তৈরি করবে। ব্রেক্সিট কার্যকর হলে ব্রিটেনকে এশিয়ায় বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। সে সঙ্গে একে অপরের বাজারে প্রবেশাধিকার বাড়ানোর জন্য নতুন করে চুক্তি সম্পাদন করতে হবে। এতে ব্রিটেনের সঙ্গে বিদ্যমান বিনিয়োগ, আর্থিক, পর্যটন ও বাণিজ্যিক সম্পর্কযুক্ত চীন, জাপান ও হংকংয়ের মতো দেশ লাভবান হবে বলে ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের অর্থনীতিবিদ ফিল্ডিং চেন ও টম অরলিক জানিয়েছেন। চেন ও অরলিক বলেন, ব্রেক্সিটের কারণে ইউরোপের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক গোলমেলে হয়ে গেছে। এক্ষেত্রে ব্রিটেনের এশীয় অর্থনীতির সঙ্গে সংযোগ জোরালো করা ছাড়া কোনো বিকল্প নেই। এর আগে বৈশ্বিক অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে এশীয় অর্থনীতি এমন গুরুত্ব খুব কমই পেয়েছে। বøুমবার্গ ইন্টেলিজেন্সের বিশ্লেষকরা দ্বিপক্ষীয় সম্পর্কের মানদন্ড হিসেবে বাণিজ্য, বিনিয়োগ, আর্থিক সম্পর্ক, পর্যটন ও মুদ্রা বিনিময় হার— এ পাঁচটি বিষয়কে তালিকাভুক্ত করেছেন। ব্রেক্সিটের পর বৈশ্বিক বাণিজ্য প্রবাহে বড় ধরনের কোনো পরিবর্তন হলে, সুদৃঢ় বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হবে ব্রিটেনের জন্য সবচেয়ে লাভবান উপায়। এছাড়া যুক্তরাজ্য ব্যবসার জন্য উন্মুক্ত থাকায়, অন্যদের জন্য সেখানে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। শক্তিশালী দ্বিপক্ষীয় আর্থিক সম্পর্ক ব্রিটেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ শক্তিশালী আর্থিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির ভিত্তিস্বরূপ। এদিকে ব্রেক্সিটের পর পাউন্ডের মান অনেক কমে যাওয়ায় তা ব্রিটিশ রফতানিকারক ও পর্যটকদের জন্য আশীর্বাদে পরিণত হয়েছে। আর যত বেশি পর্যটক যুক্তরাজ্যে প্রবেশ করবে, দেশটির আয়ও তত বেশি বাড়বে। ব্রেক্সিটে লাভবান হওয়ার তালিকায় জাপান ও হংকংয়ের পরে রয়েছে চীন। বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে এগিয়ে থাকলেও ইউয়ানের মান কমে যাওয়ায় সম্ভাব্য সুবিধাভোগী হিসেবে দেশটি তৃতীয় স্থানে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রেক্সিটে এশীয় দেশগুলো লাভবান হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ