Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী কর্মতৎপরতা ইসলামী ঐক্যজোট

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টীর সভাপতি মাওলানা আবদুল রকীব এডভোকেট বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনীতিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারামুক্তির জন্য শান্তিপূর্ণ কর্মসূচীর অংশ হিসাবে সকল মাদ্রাসা, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও নফল রোজা রাখার জন্য আলেম-ওলামা ও ধর্মপ্রান মুসলমানসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দী রাজনীতিকদের জন্য ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগর আয়োজিত দোয়ার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। আল্লামা সৈয়দ মুসলেহ উদ্দীন (রহঃ) মিলনায়তনে ঐক্যজোট ঢাকা মহানগরের আহ্বায়ক মাওঃ মুহাম্মদ ইলিয়াস আতহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম খান, সিনিয়র যুগ্ম মহাসচিন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাওলানা শওকত আমিন, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মাওঃ আনোয়ার হোসাইন আনসারী, মাওঃ মুহাম্মদ ইসমাইল বোখারী, মাওঃ আবদুল গফুর, পীরজাদা সৈয়দ মোঃ হাছছান, মাওঃ নাজমুল হক, মাওঃ আতিকুল ইসলাম, ইসলামী ছাত্র সমাজের সভাপতি এসএম হাবিবুর রহমান, মহাসচিব আরিফ মাহমুদ প্রমূখ। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের মাধ্যমে বিচার বিভাগ, গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের মানুষের হৃদয়ে আঘাত এসেছে। এই জন্য আমাদের আল্লাহর সাহায্য প্রার্থনা করে ঐক্যবদ্ধ দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ঐক্যজোট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ