Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সমস্যা সৃষ্টি করেছেন: ইসলামী ঐক্যজোট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ৭:২৩ পিএম

বিগত ২০১৪ সাল হতে বাংলাদেশে এ পর্যন্ত গ্রহণযোগ্য কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আওয়ামীলীগ, বিএনপি সহ দেশে সকল রাজনৈতিক দলের আন্দোলন এবং দাবীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এর আইন পাস করে কয়েকটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পর আওয়ামীলীগ অপকৌশলে এই ব্যবস্থা বাতিল করে বিগত ২০১৪ সাল হতে জনগণের অংশগ্রহণ ব্যতিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা লাভ করেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট, সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান এক বিবৃতিতে বলেন, জাতি যখন বিএনপি নেতৃত্বাধীন সকল রাজনৈতিক দলের নেতৃত্বে দেশে নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। সেই সময়ে প্রধান নির্বাচন কমিশনার সংলাপের নামে নাটক সৃষ্টি করেছেন। তার কর্মকান্ডে জাতির অর্থ টাকা পয়সা অপচয় করে দেশকে আইয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের এইসব অপ্রত্যাশীত কর্মকান্ড বন্ধ করে দেশের জনগণের দাবীর প্রতি সম্মান দেখিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন। বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ঐক্যজোট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ