বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, পাগলা, দিরাই ও সিলেট বিভাগের প্লাবিত অঞ্চল সহ সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জসহ সিলেট জেলা প্রায় এলাকার রাস্তাঘাট তলিয়ে জনদুর্ভোগ বেড়েছে।
তিনি বলেন, বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে । সড়ক যোগাযোগও এক প্রকার বিচ্ছিন্ন। গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছে বিপদগ্রস্ত জনগণ। তিনি বানভাসী মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া ও ত্রাণ তৎপরতা জোরদারসহ ক্ষতিগ্রস্ত জনগণের পাশে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-এর পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবা সংস্থাকে এগিয়ে আসার প্রতি আহ্বান জানান। তিনি সিলেট বিভাগের মন্ত্রী, এমপিদের দায়িত্বশীল ভূমিকা রাখার অভিমত ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।