পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকীব অ্যাডভোকেট বলেছেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের নোংরা রাজনীতির কারণে দিন দিন তার অবস্থা আরো সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। এমনকি তাকে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মানুষের জনসমর্থনের দাবী উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার সাথে অমানাবিক আচরণ করছেন সরকার। আইনের দোহাই দিয়ে তাকে বিদেশে যেতে দিচ্ছেন না। তিনি অনতিবিলম্বে বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ বৃহস্পতিবার ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
আলোচনা সভা থেকে আজ শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে মোনাজাত করার জন্য সকল মসজিদের ইমাম আলেম-উলামা ও সকল মুসলিম জনতার প্রতি আহ্বান জানানো হয়েছে। সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াছ আতহারী, মাওলানা শওকত আমিন, মাওলানা সৈয়দ মো. এহসান, মাওলানা মনিরুল হক, মাওলানা আশরাফ আলী, অ্যাডভোকেট মুছাব্বির ও নাসির উদ্দিন নরসিংদী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।