Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্রের উৎপাদন চলবে : কিম

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া ঘোষণা করেছে, দেশটি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুরোদমে চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা রডং সিনমুন এক নিবন্ধে একথা জানিয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার যে বাসনা আমেরিকা পোষণ করে তাকে ‘বোকামি’ হিসেবে আখ্যায়িত করে পত্রিকাটি লিখেছে, পিয়ংইয়ংয়ের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং হাইেড্রোজেন বোমা রয়েছে। এ ছাড়া, সম্ভাব্য মার্কিন হামলার কঠোর জবাব দেয়ার জন্য পিয়ংইয়ং-এর সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে বলেও রডং সিনমুন জানিয়েছে। কোরীয় উপদ্বীপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আমেরিকা এবং ওয়াশিংটন উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানাচ্ছে। তবে উত্তর কোরিয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছে, যতদিন সেদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক পদক্ষেপ বন্ধ না হবে ততদিন এসব কর্মসূচি স্থগিত হবে না। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ