Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখাউড়ায় জরিমানা আদায়

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় একটি বেকারী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরির কারণে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌরশহরের খড়মপুরে মারিয়া বেকারীর মালিক আবদুল করিমকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা। জানা গেছে, দীর্ঘদিন ধরে মারিয়া বেকারীর মালিক নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছে। ওইসব খাদ্য সামগ্রীর মোড়কে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখ নেই। নেই বিএসটিআই’র অনুমোদন। বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাবারের মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহার করা রং। যা মানব দেহের জন্য ক্ষতিকর। এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা খুঁজে পায়। তাৎক্ষণিক ওইস্থানে ভোক্তাধিকার আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ বসিয়ে মারিয়া বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ