Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে জমি অধিগ্রহণ: কলেজের মূল ফটক ভেঙে ফেলায় শিক্ষার্থী ও এলাকাবাসী ফুঁসে উঠেছে

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার: দিনাজপুরের পার্বতীপুরের একটি কলেজের জমি অধিগ্রহণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটক ভেঙে ফেলার প্রক্রিয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ এলাকাবাসী ফুঁসে উঠেছে পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কায়। মন্মথপুর আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছে। আবেদনপত্র থেকে জানা যায়, পার্বতীপুর উপজেলার মন্মথপুর এলাকার পার্বতীপুর-দিনাজপুর সড়কের ছোট যমুনা নদীর উপরস্থ বন্দরের পুল ব্রিজ আইডি নম্বর ২৫০২৫-৪৬ ভেঙে জাইকা প্রকল্পের মাধ্যমে নতুন ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করার লক্ষে জাইকা প্রকল্পের নিয়োগকৃত সিসিডিবি রংপুর জোন কর্তৃক কলেজের প্রধান ফটকের উপর দিয়ে ও কলেজ ভবনের উত্তর দেয়ালের এক ফুট দূরত্ব থেকে রাস্তার নকশা করা হয়েছে। নকশা মোতাবেক কাজের জন্য কলেজের ১১ শতক জমি অধিগ্রহণ করার প্রস্তাব করা হয়েছে ফলে কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের প্রধান ফটক দিয়ে প্রবেশ ও ফেরার পথে যাতায়াতে বিঘœ এবং চলাফেরার হুমকির সম্মুখীন হবে এবং ভবনসমূহ শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কায় ও বিভিন্ন প্রজাতির শতাধিক গাছসহ কলেজ রক্ষার বৃহত্তর স্বার্থে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক কলেজের উত্তর পার্শ্বে রাস্তার উত্তরপার্শ্ব সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি জমিতে সংযোগ সড়ক নির্মাণ করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুরের মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিনুর রহমান বলেন, সরকারি খাস জমিবাদ দিয়ে কলেজ ভবনের এক ফুট দূরত্ব থেকে জমি অধিগ্রহণ করা হলে কলেজটি বড় ধরনের হুমকির সম্মুখীন হবে। শিক্ষার্থীসহ অন্যান্য লোকজন কলেজে যাতায়াতের পথে মুত্যুঝুঁকিতে পড়তে পারেন। তা ছাড়া কলেজের ভবন ঘেষে রাস্তা নির্মিত হলে মূল রাস্তার বাঁক তুলনামূলক কম হবে। কলেজের শিক্ষার্থী শাহিনা আকতার ও আজিবর রহমান বলেন কলেজ ভবনের এক ফুট দূরত্ব দিয়ে সংযোগ রাস্তা করা হলে শ্রেণিকক্ষের পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হবে। নকশা সংশোধন করে সরকারি খাস জমি দিয়ে সংযোগ রাস্তা নির্মাণ করা হলে রাস্তাটি ও ব্রিজটি সোজা হবে এবং কলেজও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। সরকারকে জমি অধিগ্রহণ বাবদ কোনো টাকা ব্যয় করতে হবে না। স্থানীয় এলাকাবাসী কলেজ রক্ষার বৃহত্তর স্বার্থে সরেজমিন প্রকৃত তদন্তপূর্বক রাস্তা ও ব্রিজের নকশা উত্তরদিকে সরকারি জমিতে সরিয়ে নির্মাণের জন্য নকশা সংশোধনের জোর দাবি জানিয়েছেন। এ দিকে গতকাল সোমবার দুপুরে এ প্রতিবেদক উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, জেলা প্রশাসকের বরাবরে আবেদনটি পেয়েছি। কলেজের সমস্যা হলো কলেজের সামনের সড়কটি একটু সামনে সড়ালে কলেজের আর কোনো ক্ষতি হবে না এবং সব সমস্যার সমাধান হবে। শিক্ষার্থী শিক্ষক অভিভাবক মহল সমস্যাটি নিরসনের জন্য সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ