মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফ্রিকায় অক্সফাম কর্মীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় এবার সংস্থাটির শুভেচ্ছাদূতের পদ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু। প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে নিজের অন্যসব দায়িত্ব ছাড়লেও অক্সফামের কাজের সঙ্গে জড়িত ছিলেন টুটু। তবে এবার সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ৮৬ বছর বয়সী এই নোবেল বিজয়ী। তার দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আর্চবিশপ দাতব্য সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে ওঠা অমানবিক অভিযোগে খুবই হতাশ।’ অক্সফামের বিরুদ্ধে এই অভিযোগে যেই হাজার হাজার মানুষ ভালো কাজ করছেন তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে দুঃখ প্রকাশ করেন টুটু। তিনি বলেন, এতে করে তাদের সব অর্জন হারিয়ে যাবে। এর আগে সংস্থাটির শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অভিনেত্রী মিনি ড্রাইভার। অভিযোগে আতঙ্কিত জানিয়ে তিনি বলেন, অক্সফামের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানছেন। আর্থ-সামাজিক অনাচারের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। অপর এক খবরে বলা হয়, হাইতিতে কর্মীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর অক্সফামের অভ্যন্তরে চলমান রীতি ও সংস্কৃতি তদন্ত করতে একটি স্বাধীন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে অক্সফাম জানিয়েছে, যৌন অসদাচরণ, স্বচ্ছতা এবং সংস্কৃতির পরিবর্তন খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। এতে থাকবেন, অক্সফামের রেকর্ড ও কর্মীদের কাছে সহজগম্য নারী অধিকার বিশেষজ্ঞ, সহযোগী এবং কমিউনিটি পর্যায়ের সমর্থক। ওই বিবৃতিতে বলা হয়েছে, অতীতে অথবা বর্তমানে অক্সফামে অসৎ, নকল অথবা অবিশ্বস্ত রেফারেন্স ব্যবহার করে সংস্থায় ঢোকা বন্ধ করতে একটি বৈশ্বিকভাবে প্রচলিত ডাটাবেস তৈরি করা হবে। এছাড়া সংস্থাটির সেফগার্ডিং প্রক্রিয়ায় বিনিয়োগ বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। এছাড়া হাইতির ঘটনা তদন্তে ২০১১ সালের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। তবে এক্ষেত্রে নিপরাপরাধ প্রত্যক্ষদর্শীদের সুরক্ষার বিষয়টি বিবেচনার পরই তা প্রকাশ করা হবে হবে বলে জানায় সংস্থাটি। ওই বিবৃতিতে জানানো হয়েছে ওই ঘটনরায় মূল অভিযুক্তের নাম এরইমধ্যে হাইতির কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রয়টার্স, দ্য টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।