Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিংসা মানবজাতির অন্তরের জটিল মানসিক রোগ ইতিহাসে সংগঠিত প্রথম পাপ ছিল হিংসা প্রসূত ও হিংসা ঘটিত -পীর সাহেব সোনাকান্দা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সোনাকান্দা সংবাদদাতা : হিংসা মানবজাতির ক্বালব বা অন্তরের একটি মারাত্মক জটিল মানসিক রোগ। ইতিহাসে সংগঠিত প্রথম পাপই ছিল হিংসা প্রসূত ও হিংসা ঘটিত। আসমানে ইবলিসের দ্বারা মহান আল্লাহপাকের নির্দেশ অমান্য করার পাপছিল হিংসা ঘটিত আর জমিনে হযরত আদম (আ:) এর সুপুত্র হযরত হাবিল (আ:) এর তদীয় ভ্রাতা কাবিলের নারী ঘটিত প্রথম পাপটিই হিংসাপ্রসূত। দেহ এবং অন্তরের অপুরনীয় ক্ষতি সাধনে হিংসার চেয়ে ক্ষতিকর ও বিষধর আর কিছুই নেই। হিংসার প্রভাবে মানব অন্তর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। ইমাম ইয়াহইয়া ইনে হামজা আল ইয়ামানী তার অনবদ্য বিখ্যাত কিতাব “তাজকিয়াতূল ক্বুলুবী মিন দারানিল আওজার ওয়াজ্জুলুম” এ হিংসার সংজ্ঞা দিতে গিয়ে বলেন- আল্লাহ তালা কাউকে কোন নিয়ামত দিয়েছেন ঐ নিয়ামাতটা তার থেকে চলে যাক এবং আমিই তা পেয়ে যাই এরকম একটা আকাঙ্খা অন্তরে পোষন করাকে হিংসা বলে। কোন কোন সময় ব্যক্তি নিজেও মহান আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামাত লাভ করলে নিজের মধ্যে অন্তর জ্বালার উদয় হয় এটাও হিংসা। গত রোববার ঢাকা মহানগরীর দক্ষিণ বনশ্রীর ঢাকা ইষ্টার্ন কলেজ সংলগ্ন মেইনরোডের পার্শ্বে ই-বøকের ৭ নং প্লটে আয়োজিত ২য় বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে বাংলাদেশ তা,লীমে হিযবুল্লাহ,র আমীর ও কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমান এসব মূল্যবান বয়ান পেশ করেন। তিনি আরো বলেন-সমস্ত নবী-রাসূল (আ:) গন মানুষের অন্তরকে টার্গেট করে তাদের নবুয়াতী মিশনের কাজ করে গেছেন।এর ফলে চরম সন্ত্রাসীরাও পরম মানবে পরিণত হয়। হাক্কানী ওলামায়ে কেরামগনও নবী-রাসূলগনের (আ:) ওয়ারিশ হিসেবে তাদের মহান মিশন চালিয়ে যাচ্ছেন। মাহফিলে আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ তা,লীমে হিযবুল্লাহ,র মহাসচিব মাওলানা মোত্তালিব হোসেন সালেহী, ঢাকা আলিয়া মাদরাসার হাদিস বিভাগের প্রধান ও দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ-১’র খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী হারুন অর রশিদ, মাদরাসায়ে তা’লীমুল মিল্লাতের প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম যুক্তিবাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনাকান্দা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ