পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও সোনাকান্দা দারুল হুদা বহুমূখী কামিল মাদরাসার ভাগ্যাকাশ থেকে উজ্জল নক্ষত্র অস্তমিত হয়ে গেল। কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও সোনাকান্দা দারুল হুদা বহুমূখী কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা পীর আলহাজ হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফী (রহ.) এর ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন শাহছূফী আলহাজ মাওলানা আব্দুল কদ্দুস ফারুকী ওয়াল মক্কী। তিনি গত ৭ মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হন। ভক্তরা তাকে দ্রুত রাজধানীর গুলশানে ইউনাইটেট হাসপাতালে ভর্তি করেন। ৪দিন চিকিৎসা শেষে গতকাল বিকালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাহছুফী আলহাজ মাওলানা আব্দুল কদ্দুস ফারুকী ওয়াল মক্কী (রহ.) ১৯৪৫ সালে কুমিল্লা সোনাকান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পাশ করে ঢাকা আলিয়া মাদরাসায় ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে কামিল পাশ করেন। ১৯৭৭ সালে তিনি পবিত্র মক্কা শরীফ গমন করেন। ১৯৮৬সালে বাংলাদেশে এসে সৈয়দ আরশাদ আলী খানের কন্যা সৈয়দা তাসনীম খানমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুনরায় পবিত্র মক্কা শরীফে সস্ত্রীক গমন করেন এবং স্থায়ী ভাবে সেখানে বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি ৯ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। তার ২ জন কন্যা ছারছীনা দরবার শরীফের বড় শাহ সাহেব ও ছোট শাহ সাহেবের সহধর্মিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।