Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের উপর প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ -পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সিলেট ব্যুরো : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নতুন ইসিকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত এবং রাজনৈতিক দলকে সমান সুযোগ করে দিতে হবে এবং অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দেয়ার দাবী জানিয়ে বলেন, ৫ জানুয়ারির মত যেন-তেন নির্বাচন দিতে চাইলে দেশবাসী রুখে দাঁড়াবে। তিনি আরোও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ খসড়া সাংবাদিকদের গতিবিধির উপর প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ। যা স্বাধীন মত প্রকাশের অন্তরায়, বাক স্বাধীনতার এ কালো আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পীর সাহেব চরমোনাই আরোও বলেন সরকার জনগণের দুঃখ-দুর্দশার কথা বেমালুম ভুলে গেছেন বলেই বার বার বলা সত্তে¡ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগাম টেনে ধরতে পারছেন না। এ ভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরো বলেন, নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নজিরবীহিন ও গণবিরোধী। তাই গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবী জানান। রোহিঙ্গা প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করে মিয়ানমারের সামরিক জান্তার হাতে ছেড়ে দেয়া উচিত হবে না। আরাকানের মুসলমানদের নাগরিকত্বসহ সকল অধিকার নিশ্চিত কারার লক্ষ্যে বাংলাদেশের সেনাবাহিনীসহ জাতিসংঘের শান্তি বাহিনীর তত্ত¡াবধানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সমাবেশে পীর সাহেব চরমোনাই আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন খানকে জনসম্মুখে পরিচয় করিয়ে দেন। এছাড়াও তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারা হচ্ছেন- সিলেট-১ ও ২ আসনে প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন খান, সিলেট-৩ আসনে এম.এ মতিন বাদশা, সিলেট-৪ আসনে হানিফ খন্দকার, সিলেট-৫ আসনে নজির আহমদ, সিলেট-৬ আসনে আজমল হোসেন, সুনামগঞ্জ-১ আসনে মুফতি মোঃ ফখর উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা আব্দুল হাই, সুনামগঞ্জ-৩ আসনে কারী মুহিব্বুল হক আজাদ, সুনামগঞ্জ-৪ আসনে আব্দুল গফুর, সুনামগঞ্জ-৫ আসনে মাওলানা হুসাইন আল হারুন, মৌলভীবাজার-১ আসনে মোঃ গিয়াস উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে হাফিজ মশিউর রহমান, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা আব্দুল মতিন, হবিগঞ্জ-১ আসনে মোঃ আব্দুল হান্নান, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবুল জামাল মশহুদ হাসান, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ সোহেল, হবিগঞ্জ-৪ আসনে মোঃ কামাল উদ্দিন। তিনি গতকাল বিকেলে ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতী মোঃ ফখর উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মু. মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মু. সুহেল আহমদ, মহানগর সভাপতি শিহাব উদ্দিন ইসলামিক শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ¦ ফজলুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ