বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
আগুন দগ্ধরা হলেন- কুড়িগ্রামের জবেদা খাতুন (৮০), নীলফামারীর আফরোজা বেগম (২২), বাসন্তী রানী (৬৫), রংপুরের মিঠাপুকুরের সোমা বেগম (৪৫) ও দিনাজপুরের চাঁদনী বেগম (৫৫)।
হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. তৌহিদ আলম বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৮টায় জবেদা ও এর আধা ঘণ্টা আগে আফরোজার মৃত্যু হয়। বাকিরা মঙ্গলবার মারা যান।
জবেদা ১৪ জানুয়ারি, আফরোজা ১৩ জানুয়ারি, বাসন্তি ১২ জানুয়ারি, সোমা ১১ জানুয়ারি ও চাঁদনী ৯ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তাদের প্রত্যেকের শরীরের ৪০ থেকে ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান তিনি।
তৌহিদ বলেন, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে এই মাসে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২৬ জন মারা যান; যাদের মধ্যে ২৪ জনই নারী।
এছাড়া আরও ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।