Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চকবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১০:০১ এএম

রাজধানীর চকবাজার পূর্ব চুনারুঘাট এলাকায় ছুরিকাঘাতে জুয়েল (২৩) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।
পূর্ব চুনারুঘাট ৩৮/২১/এ নম্বর বাসায় থাকতো জুয়েল। তার বাবার নাম মুজিবুর রহমান। ট্র্যাভেল এজেন্সিতে কাজ করতো জুয়েল।
চকবাজার থানার ডিউটি অফিসার আশরাফুল ইসলাম জানান, সোমবার রাত ১২টার দিকে চুনারুঘাট দ্বীনের আলো জামে মসজিদের পাশে ২-৩ জন যুবক জুয়েলকে ঘাড়ে পিঠে ও ডান হাতে ছুরিকাঘাত করে।
খবর পেয়ে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়।
তিনি আরো জানান, কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। তবে জুয়েলের স্বজনরা এলাকার সুমন নামের এক যুবকের নাম বলেছেন, তাদের দাবি সে জড়িত ছিলো।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ