Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউ মার্কেটে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ৩:০৫ পিএম

রাজধানীর একতলা নিউ মার্কেট ভবনটি দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।
সোমবার বেলা ১২টার দিকে নীলক্ষেত মোড়ে কয়েক’শ ব্যবসায়ী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এতে ব্যস্ত ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, উচ্চ আদালতের নির্দেশে নিউ মার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে ব্যবসায়ীরা। তাদের দাবি, এই ভবন দোতলা করলে বিক্রির পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বেলা ১২টায় নিউ মার্কেট ক্রোসিংয়ে ব্যবসায়ীরা জড়ো সড়ক অবরোধ করেন।
ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পুলিশকে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্যর ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাস পেলেই তারা এই অবরোধ প্রত্যাহার করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ