Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিপদের ভয়ে থানায় গরু জমা দিলেন ভারতীয় মুসলিম নেতা

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বহুজন সমাজ পার্টির এক মুসলিম নেতা স¤প্রতি তার গৃহপালিত গরূটি নিয়ে হাজির হয়েছিলেন থানায়। আব্দুল গফ্ফর নামের ওই নেতার বক্তব্য, ‘যেভাবে গরূ পালন মুসলমানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, তাই আমি গৃহপালিত এই জীবটিকে নিজের কাছে রাখতে অপারগ। সেজন্য থানায় জমা দিয়ে গেলাম।’গোরক্ষকদের হামলার ঘটনাগুলোর কারণেই গরূ নিয়ে তিনি থানায় হাজির হয়েছেন বলে দাবি গফফারের। গরূ পালন বিষয়টাকেই তিনি এখন বিপজ্জনক মনে করছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। যে থানায় গফফার গরূ জমা দিয়েছেন সেই মীরঠের থানা পুলিশের বক্তব্য হলো- তারা গরূটিকে জমা নিয়েছে ঠিকই, কিন্তু সেটা আবার গফ্ফরকে ফেরত দেয়া হবে। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খÐসহ বেশ বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে গত তিন বছরে মুসলমান ব্যক্তিদের ওপরে বারে বারেই হামলা হয়েছে গরূ নিয়ে যাওয়ার সময়ে অথবা গোমাংস খাওয়ার গুজব ছড়িয়ে। গণপিটুনিতে মৃত্যুও হয়েছে কয়েকজন মুসলমান ব্যক্তির। রাজস্থানে পহেলু খান নামে এক গরূ ব্যবসায়ীকে গোরক্ষক পরিচয় দিয়ে কিছু ব্যক্তি পিটিয়ে মেরে ফেলে। তারপরে সেখানকার মুসলমান সমাজের একটা অংশ নিজেদের কাছে রাখা গরূ সরকারি গোশালায় জমা দিয়ে দিতে চেয়েছিলেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ