চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্র:- কোন্ কোন্ কারণে নামায মাকরূহ হয়ে যায়?
উ:- নি¤েœ বর্ণিত কারণসমূহের কোন একটি সংঘটিত হলে নামায মাকরূহ তাহরীমী হয়ে যাবে।
ইমামের কিরাতের সময় মুক্তাদী কোন আয়াত বা দু‘আ পাঠ করা।
নামাযের মধ্যে অসম্পূর্ণভাবে কাপড় পরিধান করা। যেমন, চাদরের কোণা ঝুলিয়ে দিয়ে বুক উদোম রাখা কিংবা আস্তিনে হাত না ঢুকিয়ে জামা গায় দেয়া।
সিজদাহর সময় পুরুষের হাত মাটিতে বিছিয়ে রাখা। মুকতাদীগণ ইমামের আগে কোন কাজ আরম্ভ করা। নামাযের মধ্যে জামা-কাপড়, চাদর ও অলংকারাদী নিয়ে খেলা করা।
কাপড়ে ধূলা-ময়লা লাগবে মনে করে নামাযের মধ্যে বার বার কাপড় টেনে উঠিয়ে লওয়া।
পেশাব-পায়খানা কিংবা বায়ুর প্রবল চাপ নিয়ে নামায পড়তে থাকা।
নামাযের মধ্যে আঙ্গুল ফুটানো বা কোমরে হাত রাখা। চেহারা সম্পূর্ণ ঘুরিয়ে কোন কিছু দেখা।
কারো চেহারা বা কোন ছবিকে সামনে দিয়ে নামায পড়া।
প্র:- হাঁচি দিয়ে নামাযের মধ্যেই ‘আলহামদুলিল্লাহ’ বলে ফেললে নামায হবে কি?
উ:- হয়ে যাবে। তবে অন্যের হাঁচির জওয়াব দিলে নামায ভেঙ্গে যাবে।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।