মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহতের কথা দুবাইভিত্তিক আল আরাবিয়া বলেছে। তবে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ছাড়া তারা সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ অবস্থায় দেশটির দরুদ শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে দুইজনের মৃত্যু হয়। তবে আল আরাবিয়া সর্বশেষ অবস্থার কথা জানিয়ে এক প্রতিবেদনে বলেছে, লোয়েরস্টান প্রদেশের দরুদ শহরে রিভল্যুশনারি গার্ডের সদস্যদের গুলিতে অন্তত তিন বিক্ষোভকারী নিহত হয়েছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর দোরুদে দুই বিক্ষোভকারী নিহতের ঘটনায় বিদেশি চরদের দায়ী করেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লোরেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর দাবি করেছেন, ওই বিক্ষোভকারীরা পুলিশের গুলিতে নয় বিদেশি চরদের গুলিতে নিহত হয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।