Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরে দেখা : শোবিজে এ বছরের উল্লেখযোগ্য ঘটনা

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: এ বছরটি শোবিজ নানা ঘটনার মধ্য দিয়ে আবর্তিত হয়। বিয়ে, বিচ্ছেদ, মৃত্যুর মতো ঘটনার পাশাপাশি বিতর্কিত অনেক ঘটনাই ঘটে। এসব ঘটনার উল্লেখযোগ্য ঘটনা পাঠকদের স্মরণ করিয়ে দিতে তুলে ধরা হলো।
প্রিয়জন হারানোর বছর
নায়করাজ রাজ্জাকের মৃত্যুর ঘটনাটি ছিল চলচ্চিত্রের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ২১ আগস্ট তার মৃত্যুতে তার ভক্ত-অনুরাগীরা শোকে বিহŸল হয়ে পড়েন। চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়। তারপর প্রখ্যাত সঙ্গীতশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে সঙ্গীতাঙ্গণ শোকাচ্ছন্ন হয়ে পড়ে। তার মৃত্যুর কিছু দিনের মধ্যে মৃত্যুবরণ করেন আরেক প্রখ্যাত সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী। তাদের আগে মৃত্যুবরণ করে সঙ্গীতশিল্পী লাকী আখন্দ। এছাড়া মৃত্যুবরণ করেন অভিনেতা নাজমুল হুদা বাচ্চু, মিজু আহমেদ।
যৌথ প্রযোজনা নিয়ে আন্দোলন
গত কয়েক বছরে যৌথ প্রযোজনার সিনেমা দিন দিন বেড়েই চলছিলো। ছিলো না কোনো নিয়ম নীতির বালাই। এইসব অনিয়মের মুখে হুমকিতে পড়ে দেশীয় নির্মাণ ও সিনেমা। বাধ্য হয়ে আন্দোলনে নামে চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা। চলচ্চিত্রের ১৬টি সংগঠনকে নিয়ে চিত্রনায়ক ফারুককে আহŸায়ক করে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। সেই পরিবারের আন্দোলনের বিপক্ষে প্রকাশ্যেই অবস্থান নেয় জাজ মাল্টিমিডিয়া ও পরিচালক এবং শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হওয়া অনেক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য শাকিব খান, ওমর সানি, মৌসুমী, অমিত হাসান, কাজী হায়াত, জাকির হোসেন রাজু প্রমুখ। ঘটনার পরিক্রমায় চলচ্চিত্রে অবাঞ্চিত ঘোষণা করা হয় শাকিব ও জাজের প্রধান আব্দুল আজিজকে। শেষ পর্যন্ত শাকিবের নিষেধাজ্ঞা কাটলেও আজিজ রয়ে গেছেন শাস্তির মধ্যে। সেইসঙ্গে আন্দোলনের চাপে যৌথ প্রযোজনার নীতিমালা সংশোধনের সিদ্ধান্তও নেয় সরকার। লাগামে টান পড়ে যৌথৈ প্রযোজনার নামে যৌথ প্রতারণার সিনেমায়।
অনন্ত জলিলের ধর্ম প্রচার
চলতি বছর ধর্মীয় কাজে মনোনিবেশ করে বেশ আলোচিত হন জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। শুধু দেশে নয়, বিদেশে অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানেও ইসলাম ধর্ম প্রচার করেন তিনি। পাশাপাশি দ্বিতীয় সন্তানের জনকও এ বছর হন তিনি।
শাকিব-অপুর বিয়ের ঘটনা প্রকাশ এবং ডিভোর্স
চলতি বছর চলচ্চিত্রে সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে ছিল শাকিব-অপুর বিয়ের ঘটনা ফাঁস। এপ্রিলে হঠাৎই একটি টেলিভিশন চ্যানেলে সন্তানসহ লাইভে এসে অপু শাকিবের সাথে তার বিয়ের ঘটনা খুলে বলেন। তিনি জানান, শাকিব তাকে বিয়ে করে ২০০৮ সালে। সেই সংসারে তাদের এক পুত্র রয়েছে, নাম আব্রাম খান জয়। এ নিয়ে শাকিব ও অপুর মধ্যে অনেক পানি ঘোলা হয়। টানাপড়েন শুরু হয়। শেষ পর্যন্ত গত নভেম্বরে শাকিব অপুকে ডিভোর্স দেন।
সংসার ভাঙার হিড়িক
এ বছর তারকাদের সংসার ভাঙার হিড়িক পড়ে। সংসার ভেঙেছে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান-মিথিলা, ¯পর্শিয়া, নোভাসহ আরও কয়েকজন তারকার। আর প্রায় তিন বছর ধরেই নিজের বিচ্ছেদের কথা গোপন রেখেছিলেন লাক্সতারকা আজমেরি হক বাঁধন, সেটিও প্রকাশ হয় চলতি বছর।
মডেলদের আত্মহত্যা
এ বছর মডেল অভিনেত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা গেছে বেশি। সোশ্যাল মিডিয়ায় পরিচিত ও একটি সিনেমার আইটেম গানে পারফর্ম করা মডেল জ্যাকলিন মিথিলা আত্মহত্যা করেন। তাছাড়া একজন আরজে ও আরেকজন স্বল্প পরিচিত মডেলও আত্মহত্যা করেছেন। বছরের শেষের দিকে আত্মহত্যা করেন র‌্যা¤প মডেল রিসিলা বিনতে ওয়াজের। সঙ্গীত পরিচালক, মাইলস ব্যান্ডের কী-বোর্ডিস্ট মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদও আত্মহত্যা করেন এ বছর। তিনি নিজেও এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ম্যাকানিক্সের গিটারিস্ট ছিলেন।
সালমান শাহ হত্যার নতুন তথ্য
এ বছর ফেসবুক লাইভে এসে সালমান শাহ হত্যা মামলার আসামী প্রবাসী রুবী নতুন তথ্য দেন। তিনি সালমাস শাহর সাবেক স্ত্রী সামিরাসহ আরও বেশ কয়েকজনকে হত্যার জন্য দায়ী করেন। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। তার কথার প্রেক্ষিতে অবশেষে চলতি বছরেই গণমাধ্যমে মুখ খুলেন সামিরা। তিনি ২০ বছর ধরে তাকে অভিযুক্ত করে নানা কথার জবাব দিয়ে সালমানের মায়ের বিপক্ষে নানা তথ্য তুলে ধরেন। সেইসব তথ্য চাঞ্চল্যের সৃষ্টি করে চলচ্চিত্রপাড়ায় এবং সালমান ভক্তদের মনে। সালমান খুনের মামলাটি নতুন করে তদন্ত করছে পিবিআই।
ডিরেক্টরস গিল্ড নির্বাচন
২০১৬ সালে ছোট পর্দায় নাটক, টেলিফিল্মে তেমন কোনো বৈচির্ত্য পাওয়া যায়নি। তবে বছরজুড়ে আলোচনায় ছিল টিভি মালিক, পরিচালক ও কলাকুশলীদের নানা আন্দোলন। উলে­খযোগ্য ঘটনার মধ্যে ছিল ডিরেক্টরস গিল্ড নির্বাচন। ২২ জুলাই অনুষ্ঠিত হয় টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের প্রথম নির্বাচন। সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী রাকায়েত এবং সাধারণ স¤পাদক হয়েছেন এসএ হক অলিক। আলোচনা-সমালোচনায় অংশ নেন সিনিয়র-জুনিয়র নির্মাতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরে দেখা

১ ডিসেম্বর, ২০২২
১ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ