Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরে দেখা স্বাধীনতার মাস

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফারুক হোসাইন : স্বাধীনতার মাস মার্চের আজ ২১তম দিন। ১৯৭১ সালের এই মাসে স্বাধীনতা ও স্বাধীকার আদায়ের লক্ষ্যে চলতে থাকে লাগাতার অসহযোগ আন্দোলন। আন্দোলনে উত্তাল মার্চের আজকের এই দিনটি ছিলো রোববার। নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর ও ৬ দফার দাবিতে মার্চের শুরুতে যে আন্দোলন শুরু হয়েছিলো তার অগ্নিস্ফুলিঙ্গ ক্রমেই ছড়িয়ে পড়ে সারাদেশে। আর যতই দিন যাচ্ছিল রাজপথের আন্দোলনের উত্তাপ ততই বাড়তে থাকে। এদিকে বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলন চলতে থাকে সারাদেশে। সকল অফিস খোলা রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব নির্দেশ দিয়েছিলেন সেগুলো ছাড়া আর সব সরকারী-আধা সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী প্রতিষ্ঠানে অসহযোগ কর্মসূচী নিয়মতান্ত্রিকভাবেই পালিত হয়। যথারীতি আজও রাজধানীর সকল সরকারী-বেসরকারী বাসভবন এবং যানবাহনসমূহে কালো পতাকা উত্তোলিত ছিল। পূর্ণ স্বাধীনতার দাবি এবং বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠনের সভা-সমাবেশ, শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও শ্লোগানে রাজধানীসহ সারাদেশের রাজপথ আগের মতোই প্রকম্পিত থাকে। আজকের এই দিনে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড বঙ্গবন্ধুর বাসভবনে তার সঙ্গে একান্ত সাক্ষাতকারে মিলিত হন। মি. ফারল্যান্ড বঙ্গবন্ধুকে এমন কিছু প্রস্তাব দিয়েছিলেন যাতে বঙ্গবন্ধু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তৎক্ষণাৎ সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমি আমার জনগণকে পাকিস্তানের শেয়ালদের হাত থেকে মুক্ত করে আমেরিকান বাঘদের হাতে তুলে দিতে পারি না। অপরদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে বঙ্গবন্ধু আজ এক অনির্ধারিত বৈঠকে মিলিত হন। প্রায় ৭০ মিনিট স্থায়ী আজকের বৈঠকে বঙ্গবন্ধুর সঙ্গে একমাত্র সহকর্মী ছিলেন তাজউদ্দীন আহমেদ। অন্যপক্ষে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে ছিলেন তার আইন উপদেষ্টা বিচারপতি এআর কর্নেলিয়াস এবং সামরিক উপদেষ্টাগণ। অপরদিকে চট্টগ্রামের এক জনসভায় আজকের দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী বললেন, বাঙালীরা পূর্ব বাংলার স্বাধীনতা বা স্বাধীন পূর্ব পাকিস্তান নয়, চায় স্বাধীন বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরে দেখা স্বাধীনতার মাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ