প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন: অভিনেত্রী শারমীন শীলাকে বিগত পাঁচ বছর অভিনয়ে দেখা যায়নি। এই দীর্ঘ সময় তিনি তার বিউটি স্যালুন ‘শীলা’জ মেকওভার’ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। পাশাপাশি তার পুত্র সন্তান হৃধান’কে নিয়েও ছিলেন ব্যস্ত। ফলে অভিনয়ে ছিলেন অনিয়মিত। দীর্ঘদিন পর তিনি আবারও অভিনয়ে ফিরছেন। আরটিভির প্রচার চলতি মীর সাব্বির অভিনীত ও নির্দেশিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’-এ অভিনয় করেছেন শারমীন শীলা। এই নাটকে তিনি বীণু চরিত্রে অভিনয় করেছেন। নাটকে দুটি নতুন চরিত্র দর্শক দেখতে পাবেন। দুই বোন হয়ে এই নাটকে দর্শকের সামনে আসছেন শারমীন শীলা ও মনিরা মিঠু। নাটকের গল্পে দেখা যাবে, তাদের দু’জনের ভাগ্নি টয়া সতীনের সংসার করছে। সেই সংসারের নানান সমস্যা সমাধানের জন্য শীলা ও মিঠু প্রবেশ করে। এগিয়ে যায় গল্প। দীর্ঘদিন পর অভিনয় করা প্রসঙ্গে শারমীন শীলা বলেন, ‘যেহেতু অনেকদিন পর অভিনয় করেছি তাই শুরুতেই একটু সমস্যা হচ্ছিলো। তবে দু’তিনটি দৃশ্য করার পর পুরোনো আমিতে ফিরে গেছি। ক্যামেরার সামনে আবারো অভ্যস্ত হয়ে উঠি। ধন্যবাদ মীর সাব্বিরকে আমাকে আবার কাজের সাথে সম্পৃক্ত করার জন্য। ধন্যবাদ নোয়াশাল’র পুরো ইউনিটকে আমাকে সহযোগিতা করার জন্য।’ মীর সাব্বির জানান শারমীন শীলা অভিনীত পর্ব’র প্রচার শুরু হবে ৬১০’তম পর্ব থেকে। শারমীন শীলা সর্বশেষ পাঁচ বছর আগে আলভী আহমেদ’র নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘স্বপ্নভূক’-এ অভিনয় করেছিলেন। তার অভিনীত প্রথম নাটক ছিলো ছয় পর্বের ধারাবাহিক নাটক বাদল রহমানের ‘রং করা পুতুল’। তার অভিনীত মেগাধারাবাহিক নাটক আফসানা মিমি পরিচালিত ‘বন্ধন’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।