প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা সারাজীবন নজরুল সঙ্গীত নিয়েই কাটিয়ে দিয়েছেন। এর বাইরে অন্য কিছু চিন্তা করেননি। তবে এবার চলচ্চিত্র অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন। যদি নজরুলের কোনো কিছু নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয় এবং তাতে প্রস্তাব পান তাহলে অভিনয় করতে চান তিনি। ফেরদৌস আরা বলেন, নজরুল বিষয়ক কোন চলচ্চিত্র নির্মিত হলে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ থাকলে তাতে অভিনয় করার আগ্রহ আছে আমার। আমি জানি না, আমার এই ইচ্ছে পূরণ হবে কিনা। তবে আমার মনে হয়, নজরুলের জীবন নিয়ে কোন চলচ্চিত্র নির্মিত হলে তাতে অভিনয় করার সুযোগ পেলে তা গ্রহণ করব। তিনি বলেন, এখনও নিয়মিত অভিনয়ের প্রস্তাব পাই। সেই ১৯৭৩-৭৪ সালে প্রয়াত পরিচালক আজমল হুদা মিঠু বিটিভিতে একটি অনুষ্ঠানে দেখে নায়িকা হবার প্রস্তাব করেছিলেন। ঐ বয়সে আমার পরিবার চলচ্চিত্রে অভিনয়ের কথা চিন্তাও করেনি। ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের একটি প্রধান চরিত্রেও অভিনয় করার প্রস্তাব পেয়েছিলাম। কলকাতা থেকেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল। সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়’ অভিনয় করার কথা বলেছিলেন। কিন্তু গান ছাড়া অন্যকিছুই ভাবিনি। তবে এখন মনে হয়, নজরুল সংক্রান্ত কোনো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে ভালই হয়। উল্লেখ্য, ফেরদৌস আরা ১৯৭৩ সালে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮৫ সালে সারগাম থেকে ১২টি গান নিয়ে প্রথম ক্যাসেট এবং এর পরপরই হারানো দিনের গানের ক্যাসেট-সিডি ‘আকাশের মিটি মিটি তারা’ ব্যাপক সমাদৃত হয়। উজবেকিস্তানে অনুষ্ঠিত ইউনেসকোর পঞ্চম ফোক উৎসব-এ ৫২টি রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী শিল্পীদের মধ্যে ফেরদৌস আরা ‘দ্য বেস্ট ভোকালিস্ট’ হন। দীর্ঘদিন ধরে তিনি নজরুল ইন্সটিটিউটে শিক্ষকতা করছেন। সর্বশেষ তিনি গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। প্রতিবন্ধীদের জন্য নির্মিত ‘বাস্তবতা’ চলচ্চিত্রের সুরকার ও কম্পোজার হিসেবে কাজ করেছেন। ২০০০ সালে নিজ উদ্যোগে সঙ্গীত একাডেমি ‘সুরসপ্তক’ প্রতিষ্ঠিত করেন। ‘সঙ্গীত ভুবনে নজরুল’ ও ‘সঞ্চিতার কথাবার্তা’ নামে তার দুটি বই রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।