Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গল্পকার ও অভিনয় শিল্পীর খোঁজে আরটিভি-প্রিয়ন্তীর ফিকশন ফিয়েস্তা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৬ এএম

আরটিভি ও প্রযোজনা সংস্থা প্রিয়ন্তীর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে নতুন গল্পকার ও অভিনয়শিল্পী খুজে বের করার আয়োজন ‘আরটিভি ফিকশন ফিয়েস্তা ইন এসোসিয়েসন উইথ প্রিয়ন্তী’। একঝাক আগামীর অভিনয়শিল্পী (মূল চরিত্র) এবং একদল গল্পকার তৈরীর এই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এই আয়োজনের মাধ্যমে নতুন গল্প ও অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত ২টি করে একক নাটক প্রতি সপ্তাহে আরটিভিতে প্রচার হবে এবং বছর শেষে প্রচারিত মোট ১০০টি একক নাটকের মধ্য থেকে সোস্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা অভিনয়শিল্পী ও সেরা গল্পকারদেরকে পুরস্কৃত করা হবে। দুটি ক্যাটাগরীতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত। এই সময়ের মধ্যে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। অভিনয়শিল্পী ক্যাটাগরীতে যারা অংশগ্রহণ করতে চায়, তাদের অভিনয়ের সর্বোচ্চ ১/২ মিনিটের ভিডিও ক্লিপ এবং যারা গল্পকার ক্যাটাগরীতে অংশগ্রহণ করতে চায় তাদের গল্প পিডিএফ ফাইল করে ‘আরটিভি ফিকশন ফিয়েস্তা’ ফেসবুক পেইজে ইনবক্স করতে হবে। ১১ আগস্টের মধ্যে প্রাথমিক বাছাইকৃতদের ফলাফল জানিয়ে দেয়া হবে। প্রাথমিক বাছাইকৃতদের মধ্য হতে চূড়ান্ত বাছাই করা হবে আগামী ১৮ থেকে ২০ আগস্ট ঢাকায়। চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবে তাদেরকে গ্রুমিং করে নাটকের শুটিংয়ের জন্য তৈরী করা হবে ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে। ১০ সেপ্টেম্বর থেকে নিয়মিতভাবে শুটিং শুরু করা হবে যা প্রচার করা হবে অক্টোবর থেকে। টেলিভিশন নাট্য মাধ্যমকে আরোও সমৃদ্ধ করার এই উদ্যোগের সাথে দেশের বিখ্যাত অভিনয়শিল্পী, নাট্যপরিচালক, কলাকুশলী, গল্পকার, নাট্যকার, বিনোদন ভূবনের সংশ্লিষ্টরা সহযোগিতায় থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন গল্পকার ও অভিনয় শিল্পীর খোঁজে আরটিভি-প্রিয়ন্তীর ফিকশন ফিয়েস্তা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ